Welcome to Chakrihub.
বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে। এখানে উসমানীয় সাম্রাজ্যের নৌবাহিনীর জলযান নোঙ্গর বাঁধার স্থান হিসেবে ব্যবহৃত হত। বসফরাস প্রণালী কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে রাশিয়া ও ইউক্রেনে যাওয়ার জন্য এটি অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয়।
দার্দানেলিস প্রণালিঃ মার্মারা সাগরকে এজিয়ান ও ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে। এটি একটি সরু ও প্রাকৃতিক প্রনালি, যা আন্তর্জাতিক নৌযোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বসফরাস ও দার্দানেলিস প্রনালি এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানা নির্দেশক। এই প্রনালিদুটি এশিয়ান তুর্কিকে ইউরোপীয় তুর্কি থেকে আলাদা করেছে।
আনাতোলিয়া বসফরাসের পূর্বে, কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই অঞ্চলটিকে এশিয়া মাইনর হিসেবে অভিহিত করা হতো। আধুনিক তুর্কির একটা বড় অংশ আনাতোলিয়া।