Welcome to Chakrihub.
কৃষ্ণ সাগর দক্ষিণপূর্ব ইউরোপের একটি সাগর। এটি ইউরোপ, আনাতোলিয়া ও ককেশাস দ্বারা বেষ্টিত এবং শেষ পর্যন্ত ভূমধ্যসাগর ও এজিয়ান সাগর এবং নানা প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগর-এর সাথে যুক্ত হয়। কৃষ্ণ সাগর বসফরাস প্রণালীর মাধ্যমে মর্মর সাগর, ও দার্দানেলেস প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের সাথে সংযুক্ত হয়েছে। এই সাগর পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়াকে বিভক্ত করে।
মার্মারা সাগরঃ সম্পূর্ণভাবে তুরস্ক সীমানার ভিতর একটি অন্তর্দেশীয় সাগর, যা কৃষ্ণ সাগরের সাথে এজিয়ান সাগরের সংযোগ স্থাপন করেছে।